মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কর্মসুচীর উদ্বোধন

খাগড়াছড়িতে জাতীয় কৃমি সপ্তাহ পালন শুরু

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০১৯ ০৬:২৮:৪৩ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:৫৪:২০  |  ৮৮৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সারাদেশের মত  খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও জাতীয় কৃমি সপ্তাহ পালন শুরু হয়েছে। শনিবার সকালে পানখাইয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সিভিল সার্জন ডা: মো: ইন্দ্রিস এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য  ডেপুটি সিভিল সার্জন ডা: মো: সরোয়ার মাহবুব,  সদর উপজেলার সিনিয়র স্বস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উ চ শৈ,ডা: মেসবাহ উদ্দিন  প্রমুখ।

উল্লেখ্য যে, ৬ থেকে ১১ এপ্রিল পর্যন্ত জেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ থেকে ১৬ বছরের প্রায় ১ লক্ষ ৬৬ হাজার ৭৯ জন ছাত্র ছাত্রীকে কৃমি নাশক এ ট্যাবলেট খাওয়ানো হবে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions