বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

লক্ষীছড়িতে দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফ-গণতান্ত্রিকের সমন্বয়ক আহত

প্রকাশঃ ২৬ মার্চ, ২০১৯ ১২:৪৭:৪০ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১২:২৯:০৮  |  ১৭৪৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক অর্পণ চাকমা(২৮) আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে গুলি শব্দ শুনতে পায়। এরপর দুল্যাতলী-লক্ষ্মীছড়ি সড়কের স’মিলের সামনে দুইটি মোটরসাইকেল পেলে রেখে কয়েকজনকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখি। পরে পুলিশ এসে মোটরসাইকেলগুলো উদ্ধার করে।

হামলার ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি জলেয়া চাকমা জানান, প্রশাসন যখন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত তখন ইউপিডিএফ প্রসীতের সন্ত্রাসীরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকে হামলার চেষ্টা চালায়। এটা তাদের পুরানো অভ্যস। তবে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আমাদের কর্মীরা প্রাণে রক্ষা পেয়েছে। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে অর্পণ চাকমা নামে স্থানীয় এক সমন্বয়ক আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সে চিকিৎসা নিয়ে চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের মুখপাত্র নিরন চাকমার মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল জব্বার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধা করেছে। এঘটনায় কেউ এখনও লিখিত অভিযোগ দায়ের করেনি।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions