বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

সাংবাদিক আহমদ নবী আর নেই

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০১৮ ১০:০৫:৪১ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১২:১০:৫১  |  ১৫২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির প্রবীণ সাংবাদিক আহমদ নবী (৭০) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শুক্রবার ভোরে শহরের কাঠালতলীর ফায়ার সার্ভিস স্টেশন এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ জামাতা, পুত্রবধূ, নাতি, নাতনি, স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম আহমদ নবী তার পেশাগত কর্মজীবনে বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকতার কাজ করেছেন। সর্বশেষ ঢাকার জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি ছিলেন। শুক্রবার দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে বিকাল ২টায় বনরূপা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার বিদেহী আত্মার শান্তির মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions