শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৮ মার্চ, ২০১৯ ০৮:৪০:৪২ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৩:১৪:০৩  |  ৭৯৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সারাদেশের মত পার্বত্য জেলা বান্দরবানে ও সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন্ কেন্দ্রে শান্তিপুর্নভাবে  ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল থেকে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্তের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করছে। বান্দরবান জেলার ৭টি উপজেলা বান্দরবান সদর,রুমা,লামা,রোয়াংছড়ি,থানচি,আলীকদমও নাইক্ষংছড়ি উপজেলায় চলছে এই ভোট কার্যক্রম। সকাল থেকে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোট দিতে পারায় সন্তুুষ্টি প্রকাশ করেছে ।

এদিকে আইনশৃংঙ্খলা বাহিনী ও ভোট কার্যক্রমে অংশ নেয়া কর্মকর্তারা জানান, সকাল থেকেই বান্দরবানে শান্তিপূর্ণভোট গ্রহণ কার্যক্রম চলছে এবং সার্বিক আইনশৃংঙ্খলা ব্যবস্থা ভালো রয়েছে।

এবারে বান্দরবানে ৭ উপজেলায় ১৭ জন চেয়ারম্যান, ১৯জন পুরুষ ভাইস-চেয়ারম্যান ও ১৪জন মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করছে। বান্দরবান জেলায় সর্বমোট ২লক্ষ ৪৬ হাজার ১শত ৮৪ জন ভোটার  রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions