শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে আহত ৭

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:৩৯:১১ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ১১:০৭:৪০  |  ২০৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে একটি পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট হাজাছড়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আহতদের আওলাদ হোসেন নামে এক পর্যটক জানান, তারা ৯ পর্যটক মিলে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯ ০০৩৩) খাগড়াছড়ি জেলা শহর থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা হন। পথে ওই এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই ঢাকার বাসিন্দা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদের নেতৃত্বে বিজিবির একটি দল দুর্ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করেন। তাদের প্রথমে ব্যাটালিয়ন সদরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানানো হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কেএম ইব্রাহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions