শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচন

কাপ্তাইয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামীলীগ প্রার্থী মফিজুল হক

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০১৯ ০১:১৩:৫৬ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৩৪:৪৭  |  ৯১৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী সোমবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন। সর্বশেষ তথ্য অনুযায়ী সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের নিকট উপজেলা চেয়ারম্যান পদে ১জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন সহ মোট ৯ জন প্রার্থী তাদের সমর্থনকারী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে এনে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছে। মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেয়নি চেয়ারম্যান পদে ১জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জন।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, সোমবার পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আর কেউ মনোনয়ন পত্র জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামীলীগ প্রার্থী মফিজুল হক। মনোনয়ন পত্র সংগ্রহ করলেও  চেয়ারম্যান পদে বিপ্লব মারমা মনোনয়ন পত্র জমা দেননি।
এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, উপজেলা কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক মো. আলম, ওয়াগ্গা ইউপির সাবেক চেয়ারম্যান অংলাচিং মারমা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার বেগম, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি মনোয়ারা জাহান, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ও স্থানীয় সাংবাদিক মরহুম ডা. আহমেদ নবীর কন্যা ফারহানা আহমেদ পপি, উপজেলা মহিলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা উমেচিং মারমা। ভাইস চেয়ারম্যান পদে হৃদয় তনচংগ্যা ও আবুল কাশেম শেষদিন নির্ধারত (বিকেল ৫টা পর্যন্ত) সময়ের মধ্যে তাদের মনোনয়ন পত্র জমা দেয়নি।
কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সকল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আচরণ বিধি সমূহ জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি তাদের সকলের কাছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০১৬সালের ২১ডিসেম্বর তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী (এস.আর.ও নং ৩৭৭আইন) উপজেলা পরিষদ (নির্বাচন আরচণ) বিধিমালা প্রদান করছি।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই আগামী ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions