বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
দূর্গম পাহাড়ের শিশুরাও বাদ পড়েনি

কাপ্তাইয়ে আনন্দমূখর পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:২৮:৩৪ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৩:১৫:৫১  |  ৮৯৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্ব দূর করতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলার ১থেকে ৫বছর বয়সী ৭,৭১৬জন শিশুকে লাল রংঙের ও ৬ থেকে ১১মাস বয়সী ১হাজার শিশুকে নীল রংঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলাটির দূর্গম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল সহ সর্বমোট ৮হাজার ৭'শ ১৬জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকালে বানৌজা (বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ) শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক এম জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপজ্জ্বল চাকমা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions