বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০১৯ ১১:৩০:১৭ | আপডেটঃ ২২ মার্চ, ২০২৪ ০২:৫০:৫২  |  ১৫৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের কতৃপক্ষের উদ্যোগে বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত ১ম পর্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আবদুস সবুর এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, সিনিয়র সহকারি শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক।

এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি আহ্বায়ক সলিম উল্যাহ, সহকারি শিক্ষক মো: আইয়ুব উদ্দিন, সহকারি শিক্ষক সাগর সেন, সহকারি শিক্ষক উহাইসিং মারমা, সহকারি শিক্ষক অন বাহাদুর ত্রিপুরা, সহকারি শিক্ষক দশৈয়ী মারমা, খন্ডকালীন শিক্ষক রনি মজুমদার, সহকারি শিক্ষক মিলিউ মারমা, সহকারি শিক্ষক শৈচিংথুই মারমা সহ অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions