বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

“জীবন” এর উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০১৯ ০৭:৪৩:৪৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৪৪:১৪  |  ৮৯৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ১৮ প্রাপ্ত পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon “জীবন” এর উদ্যেগে আজ ২১ জানুয়ারি রাঙামাটির কলেজ গেইট আমানতবাগ সংলগ্ন গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা ৩০ মিনিটে স্কুলের কার্যক্রম পরিদর্শন ও  ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। Jibon “জীবন” এর ভূয়সী প্রশংসা করে তিনি এধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য তাঁর সার্বিক সহযোগীতার আশ্বাস দেন৷
ভবিষ্যতে সদর উপজেলায় কার্যক্রম প্রসারিত করতে ঔরনড়হ“জীবন” কে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন তিনি৷

Jibon“জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) তার বক্তব্যে সংগঠনের “হ্যালো ক্যাম্পাস” কার্যক্রম এর সাথে প্রশাসনের সহযোগীতা কামনা করেন৷ তিনি সংগঠনের পক্ষে জেলা প্রশাসন ও বিশেষ করে সদর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান৷

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমনী আক্তার বলেন, ছোটবেলা থেকেই প্রতিটি শিশুর মনে রক্তদান সম্পর্কে সঠিক ধারণা তৈরী হওয়া দরকার৷“জীবন” কে এই কাজটি সুন্দরভাবে করার জন্য তিনি ধন্যবাদ জানান৷

ঔরনড়হ“জীবন” এর পক্ষে কার্যক্রমটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য সোনিয়া আক্তার ও উম্মে সালমা৷

সংগঠনের কার্যকরী সদস্য ফয়সাল মাহমুদ, আনোয়ার হোসেন, আবু রায়হান, শুভ মন্ডল, ইমতিয়াজ ইমন, বিল্লাল হোসাইন ও বিশাল চৌধুরী উপস্থিত ছিলেন৷

গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা বেগম তাঁর বিদ্যালয়ে এধরণের কার্যক্রম পরিচালনায় ঔরনড়হ“জীবন” এর সহযোগীতা পেয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তাঁর ও বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক স্বতঃস্ফূর্ত সহযোগীতার আশ্বাস প্রদান করেন৷

ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসুচীর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীর ব্লাড গ্রুপ পরীক্ষা করে দেয় সংগঠনের সদস্যরা৷

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions