শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০১৯ ০৭:৪১:২৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:২৪:৩৫  |  ১০৭৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সরোয়ার মাহবুব । এতে বলা হয়, আগামী ১৯ জানুয়ারী খাগড়াছড়ি জেলার সব উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬- ৫৯ মাস বয়সের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার খাগড়াছড়িতে ৬ থেকে ১১ মাস বয়সি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৭হাজার ৬শ ২১জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সভা থেকে কর্মসূচি সফল করতে জেলায় কর্মরত সাংবাদিকের সহযোগিতা কামনা করা হয়।

এসময় মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions