শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বান্দরবানে

নানা আয়োজনে সনাতন ধর্মালম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০১৯ ০৬:১২:০৫ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:৫০:১১  |  ১০৬২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। নানা আয়োজন বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে উত্তরায়ন সংক্রান্তি। দিনটি সনাতন ধর্মালম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দিন। পৌষ সংক্রান্তিকে উত্তরায়ন সংক্রান্তি বলা হয়। পৌষ মাসের শেষ দিনকে সনাতন ধর্মালম্বীরা পূন্যতিথি বিবেচনা করে প্রতিবছরই উত্তরায়ন সংক্রান্তি উদযাপন করে।

সকালে উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে বান্দরবান গীতা আশ্রমের আয়োজনে সদরের নোয়াপাড়া মন্দির প্রাঙ্গনে নানা ধর্মীয় অনুষ্টানের আয়োজন করা হয়। উত্তরায়ন সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী চলছে উষাকীর্ত্তন,মঙ্গল প্রদীপ প্রজ্জলন, পার্থ সারথি পুজা,মঙ্গল আরতি,গীতা পাঠ,ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরনসহ নানা আয়োজন। দেব প্রভাতের সুচনালগ্নে জগতের মঙ্গল কামনায় প্রতিবছর এ উত্তরায়ন অনুষ্টিত হয়।
 
দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানে জেলার সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা অংশ নিয়ে জগতের সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় মিলিত হয়।

 
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions