বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে আসনে এখন থেকে সেনাবাহিনী মোতায়নের দাবি

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০১৮ ০৭:৪৫:৫৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৪:০৯:১৩  |  ১০১০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিএনপির নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ প্রার্থীর লোকজন হামলা ও বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া। শুক্রবার সকালে সদরের আদর্শ যুব সংঘ ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

প্রার্থী নিজে ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ বাহিনী ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় সমর্থকদের ওপর মারধর, মামলা ও দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হচ্ছে। সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়ি আসনে সেনাবাহিনী মোতায়নের দাবি জানান বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রণবিক্রম ত্রিপুরা।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions