বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় নিয়ে ফোকাস গ্রুপ ডিস্কাশন অনুষ্ঠিত

“নারীর অংশগ্রহন ও ক্ষমতায়নে সকলকে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান”

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০১৮ ০৮:০৮:৩৮ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৫:৪২:১১  |  ৭২৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় নিয়ে খাগড়াছড়িতে ফোকাস গ্রুপ ডিস্কাশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী ও পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।  
অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, নারী নেত্রী শাপলা দেবী ত্রিপুরা ও মিজ চিংমে প্রু মারমাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় ২০২১ সালের মধ্যে  সমাজের প্রতিটি সেক্টরে ৩৩ পারসেন্ট নারীর অংশগ্রহন ও ক্ষমতায়নের কথা উল্লেখ করে এ ক্ষেত্রে সকলকে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানানো হয়।
সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় নিয়ে একটি সুপারিশমালা তৈরী করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions