শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বরুনাছড়ি সার্বজনীন বিহারের ৬ষ্ঠ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০১৮ ১২:১৬:০১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:৫৯:২৯  |  ১৩১৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  সুবলংয়ের বরুনাছড়ি সার্বজনীন বন বিহারে দু’দিন ব্যাপী ৬ষ্ঠ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে কঠিন চীবর, কল্পতরু, বুদ্ধমুর্তি, অষ্ট পরিষ্কার ও নানাবিধ সামগ্রী দানোৎসর্গ করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহার, যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্র, মাইচছড়ি অপর্ণাচরণ বন বিহার ও উলছড়ি মৈত্রী বন বিহার থেকে ভিক্ষু সংঘ অংশ নেন।

ধর্মরত্না চাকমার ধর্মীয় সংগীতের মধ্যে দিয়ে শনিবার বিকেলের দানোৎসর্গ পর্বের অনুষ্ঠান শুরু হয়। জ্ঞান চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন প্রতিচার্য্য চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন সুমনা চাকমা। ধর্মসভায় সদ্ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারের বর্ষীয়ান ভিক্ষু শ্রীমৎ সুমন মহাস্থবির, অপর্ণচরণ বন বিহারের অধ্যক্ষ মুক্তপ্রিয় স্থবির, রাঙামাটি রাজবন বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ সত্যজগৎ স্থবির প্রমুখ। অনৃুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরকল  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, ১নং সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, রাঙামাটি রাজবন বিহার উপাসক উপাসিকা পষিদের সহ-সাধারণ সম্পাদক সমীরণ চাকমা। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যমচুগ বনাশ্রম ভাবনা কেন্দ্রে উপাসক উপাসিকা পরিষদের উপদেষ্টা পুরেন্দ্র চাকমা, রাঙামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের অর্থ সম্পাদক ধর্মরতন চাকমা, সদস্য বিদ্যামোহন চাকমা, ১নং সুবলং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার লক্ষীদেবী চাকমা, ৮নং ওয়ার্ড মেম্বার পুষ্প বিকাশ চাকমা,বরুনাছড়ি সার্বজননীন বন বিহার পরিচালানা কমিটির উপদেষ্টা গুণসিন্ধু চাকমা, ব্যবসায়ী বুদ্ধরাম চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার বিকেলে বেইন ঘরে সুতাকাটার মধ্যে দিয়ে দুদিনব্যাপী ৬ষ্ঠ দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions