শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার-মহাসড়কে বাস চলাচল বন্ধ

প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০১৮ ০৭:৩৫:৩২ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ১১:৪৪:০০  |  ১৩৫৩
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। চট্টগ্রামে হানিফ পারিবহনের বাস সার্ভিসের দুটি কাউন্টারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহি সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে কোনো ধরনের বাস এই সড়কে চলাচল করছে না। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বেশিরভাগ বাস কাউন্টার বন্ধ থাকায় এবং বাস চলাচল না করায় সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে বেশি ভোগান্তিতে।

এদিকে সরাসরি বাস সার্ভিস বন্ধ থাকলে ও ব্যক্তিগত যানবাহন ও লোকাল বাস  চলাচল করছে সীমিত পরিমানে।

বাস সার্ভিস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, শনিবার দুপুরে চট্টগ্রামের কর্নফুলী শাহ্ আমানত সেতু ও দামপাড়ায় হানিফ পরিবহনের দুটি কাউন্টারে হামলা করে কিছু উশৃংঙ্খল যুবক, আর এরই প্রতিবাদে সকল যাত্রীবাহি বাস চলাচল বন্ধ রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions