শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

“ঘুর্ণিঝড় তিতলি” রাঙামাটিতে জেলা প্রশাসনের সর্তকতা, নিরাপদে সরে যাওয়ার আহবান

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০১৮ ০২:১৯:৫২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১২:৫৬:০৮  |  ২৮৯৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঘুর্ণিঝড় তিতলির কারনে রাঙামাটি জেলা প্রশাসন সর্তক অবস্থান নিয়েছে, গতকাল থেকে ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে রাঙামাটিতে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে। আজ এবং আগামীকাল বিকালের মধ্যে তিতলি বাংলাদেশ অতিক্রম করার কথা রয়েছে , রাঙামাটিতে জানমালের যেন কোন প্রকার ক্ষতি না হয় সে লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় মাইকিং করেছে।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন ভারী বর্ষণ হলে কোন প্রাণহানি যাতে না ঘটে সে জন্য মাইকিং করা হয়েছে। জেলা প্রশাসন থেকে আশ্রয় কেন্দ্রগুলো থেকে চিঠি দেয়া হয়েছে যাতে তারা প্রস্তুত থাকে। তিনি ভারি বর্ষণ হলে সবাই যেন নিরাপদ এবং নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যায় সে বিষয়ে আহবান জানান।

প্রসঙ্গত: গতবছর ভারি বর্ষণে পাহাড় ধব্বসে  রাঙামাটিতে ১২০জন এবং চলতি বছর নানিয়ারচরে ১১জন মারা যায়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions