বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে : গুইমারা রিজিয়ন কমান্ডার

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৩৯:৩৮ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৫:৪৪:৫৯  |  ১৩০৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, এ অঞ্চলের সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের মূখ্য ভূমিকা রাখতে হবে।

সাংবাদিকরা সমাজের তৃতীয় চক্ষু মন্তব্য করে রিজিয়ন কমান্ডার আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের বিশেষ অবদান রয়েছে। বর্তমানে পাহাড়কে অশান্ত করতে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল পাহাড়ের গন্ডি পেরিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে যার একমাত্র প্রতিশেধক হিসেবে সাংবাদিকদের কলমের মাধ্যমে সত্যকে তুলে এনে তা প্রচার করতে হবে।

সকালে গুইমারা রিজিয়ন সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মত বিনিমিয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর ফাহিম মোনায়েম হোসেন, রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম, মেজর মোহাম্মদ পারভেজ, উপজেলা প্রেসক্লাব গুইমারার সভাপতি এম সাইফুর রহমান, উপদেষ্টা আব্দুল আলী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, রিপোটার্স ইউনিটির সভাপতি দিদারুল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন, লক্ষীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ।

মতবিনিময় সভা শেষে আমন্ত্রিত সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন রিজিয়ন কমান্ডার।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions